ইতিহাস
<p style="text-align: justify;"><span style="font-size: 16px;"><span style="color: rgb(178, 34, 34);"><strong>এই মসজিদটি বৃটিশ আমলে (১০ ফুট × ১০ ফুট)মরহুম আয়াত আলী মুন্সির উদ্যোগে মাটি দ্বারা নির্মিত হয়ে ওয়াক্তিয়া নামজ ঘর হিসেবে ব্যবহৃত হত। পরে ১৯৮১ ইং সালে ১। মরহুম মেনাজ উদ্দিন মন্ডল ২।মরহুম অবির উদ্দিন প্রধান ৩। মরহুম পচা প্রধান ৪। মরহুম গুড়া মামুদ ৫। মরহুম ফজল উদ্দিন প্রামানিক ৬। মরহুম জহির উদ্দিন ৭। মরহুম আব্দুল হামিদ ৮। মরহুম আব্দুল বাকি ৯। মরহুম আব্দুল ওয়াদুদ সরকার ১০। মরহুম আঃ ওয়াজেদ সরকার ১১। মোঃ আবুল কাশেম সরকার ১২। মরহুম এমাজ উদ্দিন ১৩। মরহুম ঈসমাইল উদ্দিন ১৪। মরহুম আঃ জব্বার ১৫। মরহুম রহিম উদ্দিন প্রধান ১৬। মরহুম আঃ বারী ১৭। মরহুম মছির উদ্দিন ১৮। মরহুম নছিম উদ্দিন ১৯। মরহুম আজিমুল্লাহ ২০। মরহুম নজিবুল্লাহ ২১। মরহুম আবুল হোসেন ২২। মরহুম আজগার আলী ২৩। মরহুম আব্দুর রশিদ সহ অনেকর নিজস্ব উদ্যোগ ও দান খয়রাতে টিনের চালা দিয়ে মাটি দ্বারা নির্মিত জামে মসজিদ ( ২২ হাত × ৯ হাত) হিসেবে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ থাকে যে উক্ত মসজিদটি ব্যয় বহনে ১। মরহুম মেনাজ উদ্দিন মসজিদের যাবতীয় কাঠ দান করেন ২। মরহুম গুড়া মামুদ মসজিদের সমস্ত টিন দান করেন । পরে ১৯৯৬ সালে মোঃ আবু হোসেন মন্ডলের উদ্যোগে এবং তৎকালীন জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডলের অনুদানে ইহা ইট দ্বারা নির্মিত হয়ে জামে মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদের দানকারী যারা এখনো তত্বাবাধানে আছেন তারা হলেন,মোঃ মনোয়ার হোসেন,মোঃ আবু হোসেন,মোছাঃ হামিদা বেগম,মোঃ আকতারুজ্জমান,মোঃ আশরাফুল ইসলাম,মোঃ আব্দুল মজিদ,মোঃ আব্দুস সবুর,মোঃ লাবলু মিয়া,মোঃ মোকলেছার রহমান,মোঃ রফিকুল ইসলাম,মোঃ মোশাররফ হোসেন,মোঃ নুরুল ইসলাম,মোঃ আব্দুস সোবান,মোঃ আঃ সালাম,মোঃ আব্দুল কাদের,মোঃ মকবুল হোসেন,মোঃ হাফিজার রহমান,মোঃ গোলজার হোসেন,আলহাজ্ব লুৎফর রহমান সহ অনেকেই ।</strong></span></span></p>